দুর্গা থেকে জগদ্ধাত্রী পুজো পর্যন্ত চন্দননগরে চলছে আলোর কাজ

, চন্দননগর
দীপাবলির পরই আসছে জগদ্ধাত্রী পুজো। আলোর সামিয়ানা প্রস্তুত করতে এখন ব্যস্ত আলোক শিল্পীরা। নাওয়া-খাওয়া ভুলে এখন আলো তৈরি করতে ব্যস্ত গোটা চন্দননগরের আলোক শিল্পীরা।
চন্দননগরের আলোর সুখ্যাতি জগৎ জোড়া। শুধু দেশ নয়, বাইরের দেশেও পাড়ি দিয়েছে চন্দননগরের আলো। তবে জগদ্ধাত্রী পুজোর সময় সমস্ত আলোক শিল্পীরা তাঁদের সেরা কাজ উপস্থাপন করেন চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রায়। বড় বড় লরিতে লাগানো হয় বিশাল বিশাল আলোকসজ্জা। যা দেখতে ভিড় জমান জেলা তথা রাজ্যের বহু মানুষ। জগদ্ধাত্রী পুজোর আগে এখন সেই কাজ করতেই চরম ব্যস্ততা চন্দননগরের সমস্ত আলোক শিল্পীদের।
আলোক শিল্পী জানান, সারা বছরই তাঁদের আলোর কাজ চলে। তবে দুর্গাপুজোর সময় থেকে জগদ্ধাত্রী পুজো পর্যন্ত একেবারে স্নান খাওয়া ভুলে রাতের পর রাত জেগে চলে আলো তৈরির কাজ। দুর্গাপুজোর আগে থেকেই শুরু হয়েছে সেই আলোর কাজ। দীপাবলি উপলক্ষে বাইরের জেলা এবং ভিন রাজ্যেও পৌঁছবে চন্দননগরের আলো। জগদ্ধাত্রী পুজোর আলোকসজ্জার জন্য কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। পুজোর শেষদিন পর্যন্ত চলবে এই আলোকসজ্জার কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =