নীল সাদা থেকে গেরুয়া, নতুন রূপে আসছে নতুন বন্দে ভারত

ছিল নীল সাদা, এখন রং বদলে হল গেরুয়া। শুধু গেরুয়াই নয় সাদা ও ধূসর রঙেও নতুন রূপে সুসজ্জিত হয়ে আসতে চলেছে ‘বন্দে ভারত এক্সপ্রেস’। পাশাপাশি যাত্রী সুরক্ষা ও পরিষেবায় বিদেশের ট্রেনকে টেক্কা দিতে পারবে বলেই আশা রেল মন্ত্রকের।
রবিবার সোশ্যাল মিডিয়াতে গেরুয়া রঙে নতুন রূপে দেশের সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারতের ছবি প্রকাশ করা হয়। রাজনীতির রং নয় বরং দেশের জাতীয় পতাকা থেকেই উদ্বুদ্ধ হয়ে ২৮ তম বন্দে ভারতেকে দেওয়া হয়েছে গেরুয়া রং। এছাড়াও সাদা ও ধূসর রংও থাকছে বন্দে ভারতে। ইতিমধ্যেই বেশ কয়েকবার মহড়াও নেওয়া হয়েছে এই নতুন রঙের ট্রেনের। রেল বোর্ডের পক্ষ থেকে জানান হয়েছে, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি বা আইসিএফ-এ তৈরি হয়েছে নতুন রূপের বন্দে ভারতের রেকগুলো। প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প মেক ইন ইন্ডিয়ার অন্তর্গত বন্দে ভারত রুপে এবার আগের চেয়েও অনেক বেশি স্মার্ট ও অত্যাধুনিক হবে বলেই দাবি করেছে ভারতীয় রেল বোর্ড। পাশাপাশি আরও দাবি করা হয়েছে, যাত্রী পরিষেবা ও স্বাচ্ছন্দের ক্ষেত্রেও এই নতুন রেকগুলো আরও অনেক বেশি উন্নত হয়েছে। সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চেন্নাইয়ে আইসিএফ-এ গিয়ে নতুন রেকের পরিদর্শন করেন। এরপরই তিনি এই রেকগুলোর ছবি সোশাল মিডিয়াতে দেন। পরিদর্শনের শেষে রেলমন্ত্রী জানান, রাজনীতির রং নয় বরং দেশের জাতীয় পতাকার থেকেই অনুপ্রাণিত হয়ে বন্দে ভারতকে এই নতুন রঙে রাঙানো হয়েছে। এছাড়াও প্রায় ২৫ ধরনের পরিবর্তন করা হয়েছে ট্রেনে । যাত্রী যাত্রী সুরক্ষার দিকগুলি বিশেষভাবে নজর দিয়ে সেগুলো আরও অত্যাধুনিক এবং মজবুত করা হয়েছে । টেস্ট ট্র্যাকে বেশ কয়েকবার নতুন রূপের ‘বন্দে ভারত’ সফল ট্রায়াল রানও দিয়েছে।
উল্লেখ্য দেশ জুড়ে বর্তমানে ২৫ টি রুটে ৫০ টি বন্দে ভারত চলে যার রং নীল-সাদা । এছাড়াও আরও দুটি ট্রেন যেগুলি এখনও পরিষেবা দেওয়া শুরু করেনি, সেগুলির রংও নীল সাদা। তবে ২৮ তম ট্রেন থেকে এই সেমি হাই স্পিড ট্রেন হবে সাদা গেরুয়া ও ধূসর রংয়ের । যদিও এখনও পর্যন্ত যা খবর, তাতে ট্রেনের বাইরের দিকে নতুন রঙের পরত পড়লেও ট্রেনের ভেতরের সাজসজ্জা একই রয়েছে । অর্থাৎ জেনারেল ক্লাসের রং থাকছে নীল সাদা এবং এক্সিকিউটিভ ক্লাসের রং থাকছে লাল-সাদা । এছাড়াও আসন, শৌচালয়, প্যান্ট্রি, পাদানি, মোবাইল চার্জিং পয়েন্ট, আলো-সহ আরও বেশ একাধিক ফিচারে লক্ষণীয় পরিবর্তন আনা হয়েছে । যদিও কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন গোটা বিষয়টি এখনও পরীক্ষামূলকস্তরেই রয়েছে । এই বন্দে ভারতকে উন্নত থেকে আরও উন্নততর তৈরি করতে রেল বোর্ড বদ্ধপরিকর। তাই যাত্রীদের থেকে নিয়মিত পরামর্শও নিয়ে রেকের ডিজাইন এবং প্রযুক্তি নিয়ে ভাবনা চিন্তা এবং পরীক্ষা চালাচ্ছে রেল বোর্ড। যদিও যাত্রী সুরক্ষা ও পরিষেবায় বিদেশের ট্রেনকে টেক্কা দিতে পারবে বলেই দাবি রেল মন্ত্রকের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =