চাঁচলের মাখনা চাষের জমি থেকে ১১ টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। রবিবার সকালে বোমা উদ্ধারের ঘটনাটি ঘটেছে চাঁচলের অলিওন্ডা গ্রাম পঞ্চায়েতের রাজনগর মাস্তিপাড়া এলাকায়। বোমা উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাঁচল থানার বিশাল পুলিশবাহিনী। পরে বোম স্কোয়াডের টিম ঘটনাস্থল থেকে বোমাগুলিকে উদ্ধার করে একটি বাগানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে চাঁচলের অলিওন্ডা গ্রাম পঞ্চায়েতের মাস্তি পাড়া এলাকার একটি মাখনা চাষের জমিতে ঠোঙাই মোড়ানো কিছু জিনিস দেখতে পান গ্রামবাসীরা। গ্রামবাসীদের মনে সন্দেহ হতেই খবর দেওয়া চাঁচল থানায়। ঘটনাস্থলে পৌঁছয় চাঁচল থানার বিশাল পুলিশবাহিনী। মাখনা চাষের জমিতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বোমা-গুলি। পুলিশ এসে ঘটনা স্থল ঘিরে দেয়। পরে খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে। পরে বোম স্কোয়াডের দল ঘটনাস্থল থেকে বোমাগুলিকে উদ্ধার করে একটি বাগানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়। চাঁচলে একের পর এক গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে উদ্ধার হচ্ছে তাজা বোমা। দিন দশকের মধ্যে চাঁচল থানার মহানন্দপুর এলাকার একটি কলাবাগানে প্লাস্টিক ভর্তি ১১ টি বোমা উদ্ধার হয়। সেই ঘটনার ঠিক তিন দিন পরেই চাঁচলের খরবা রানিপুর এলাকার একটি গোয়াল ঘর থেকে ব্যাগ ভর্তি ২২ টি তাজা বোমা উদ্ধার হয় এবার সেই ঘটনার রেশ কাটতে না মাখনা চাষের জমি থেকে উদ্ধার হল ১১ টি তাজা বোমা। যদিও এ বিষয়ে চাঁচলের মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল জানিয়েছেন, ১১ টি তাজা বোমা উদ্ধার হয়েছে। এই ঘটনায় এখনো প্রযন্ত কেউ গ্রেপ্তার হয়নি।