ফের তাজা বোমা উদ্ধার ভাটপাড়ার বিস্ফোরণ স্থলে

ব্যারাকপুর: বুধবার বেলায় বিস্ফোরণে কেঁপে উঠছিল ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের এক নম্বর সুকান্তপল্লি। সেপটিক ট্যাঙ্কের ওপরে লুকিয়ে রাখা বোমা ফেটে আহত হয়েছিল ৭৫ বছরের নীলমণি বিশ্বাস। জানা গিয়েছিল, পড়শি অজন্তা চক্রবর্তীর শৌচালয়ের পাশে আগাছা সাফাই করার সময় বোমাটি ফেটে যায়। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে আসে সিআইডির বম্ব স্কোয়াড। তল্লাশি চালিয়ে বম্ব স্কোয়াড ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে। স্থানীয় কাউন্সিলর সত্যেন রায় এদিন বলেন,  সুকান্তপল্লি খুব শান্তপ্রিয় এলাকা। কিন্তু আগাছায় মোড়া সেপটিক ট্যাঙ্কের ওপর লুকিয়ে রাখা বোমা ফেটে একজন আহত হয়েছেন। পুলিশ খতিয়ে দেখছে ওখানে কারা বোমা লুকিয়ে রেখেছিল। এদিকে বোমা উদ্ধারের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় মানুষজন। বাসিন্দাদের অভিযোগ, সন্ধে নামতেই  জলের ট্যাঙ্কের নীচে ভিড় জমায় নেশাখোররা। তাদের দৌরাত্ম্য রুখতে এদিন সরব হয়েছিলেন সুকান্তপল্লির শান্তপ্রিয় মানুষজন। এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলর সত্যেন রায় বলেন, বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পেয়েছি। প্রশাসনকে তিনি যথাযথ ব্যবস্থা নিতে বলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − fifteen =