শুভাশিস বিশ্বাস
কলকাতা: বউবাজার থানার পর এবার চাকরি দেওয়ার নামে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের হল বিপ্লব সিনহার নামে। এর আগে এই প্রতারণা মামলায় তাঁকে গ্রেফতার করে বউবাজার থানা। পরে সে জামিনে মুক্তও হয়। এদিকে দেশের বিভিন্ন বিমানবন্দরে চাকরি দেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এই বিল্পবের নামে। কারণ, গত বেশসকিছু কাল যাবৎ তথ্যপ্রযুক্তি নগরীতে অফিস খুলে বিমানবন্দরের বিভিন্ন পদে চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে। এবার সেই অভিযোগের তালিকায় আরও এক অভিযোগ যুক্ত হল ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। আর এই অভিযোগ দায়ের করেছেন হরিদেবপুরের এক বাসিন্দা।
এদিকে সূত্রে খবর, তাঁর একটি অ্যাভিয়েশন সার্ভিসের সংস্থা রয়েছে বলে জানা গিয়েছে। মূলত বিমানসংস্থার বিভিন্ন পদে চাকরি দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হয় সেখানে। আর এই সংস্থা দেখিয়েই টাকা আত্মসাৎ করা হয়েছে বলে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ জানান হরিদেবপুরের এক চাকরিপ্রার্থীর বাবা। ওই চাকরি প্রার্থীর বাবার অভিযোগ, এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সের কেবিন ক্রু পদে চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল তাঁর মেয়েকে। সে কারণে ৬ লক্ষ ৬৫ হাজার টাকা নেওয়া হয়। পাশাপাশি অভিযোগকারী এও জানান, ইমেল মারফত নিয়োগপত্র দেওয়া হয়। সেইমতো চাকরি প্রার্থী দিল্লি বিমানবন্দরে কাজে যোগ দিতে যান। কিন্তু সেখানে গিয়ে তিনি জানতে পারেন, সেই নিয়োগপত্র জাল। এরপরই বিপ্লব সিনহার ওই সংস্থায় যোগাযোগ করেন তাঁরা। এরপর সংস্থায় কথা বলতে গেলে তারা বিভিন্নভাবে টালবাহানা করতে থাকে। এরপরই বিপ্লব সিন্হার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়।