ছাপড়ায় ধোঁয়ায় দমবন্ধ হয়ে একই পরিবারের চারজনের মৃত্যু

সারান : বিহারের ছাপড়া শহরের ভগবান বাজার থানা এলাকার অম্বিকা কলোনিতে শুক্রবার রাতে আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনটি শিশু ও তাদের ঠাকুমা রয়েছেন। গুরুতর অবস্থায় আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার জানা গেছে, তীব্র শীতের কারণে পরিবারের সদস্যরা একটি বন্ধ ঘরে আগুন জ্বালিয়ে ঘুমিয়েছিলেন। দীর্ঘক্ষণ ঘর বন্ধ থাকায় অক্সিজেনের ঘাটতি ও কার্বন মনোক্সাইড গ্যাস জমে এই দুর্ঘটনা ঘটে। সকালে পরিবারের এক সদস্য জেগে ওঠার পর বিষয়টি নজরে আসে।

হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। মৃতদের মধ্যে রয়েছেন তেজশ (৩), আধ্যায় (৪), সাত মাসের গুড়িয়া এবং কমলাবতী দেবী (৭০)। গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন অমিত কুমার, আমিশা ও আরও একজন। ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছয়। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − one =