নেপালের কাঠমাণ্ডু বিমানবন্দরের কাছে টিনকুনে চকের একটি কাঠের কলে এক পরিবারের চার সদস্যকে খুন করা হয়েছে। এরপর এই গণহত্যার দায় নিয়ে এক ব্যক্তি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে।
কাঠমাণ্ডুর এসএসপি দীনেশ রাজ ময়নালি ঘটনাস্থল পরিদর্শনের পর সংবাদমাধ্যমকে বলেন, চারজনকেই ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে। নিহতরা মিলের নিরাপত্তারক্ষী কুমার ভুজেল, তার স্ত্রী অম্বিকা ভুজেল, কুমারের মা সুভদ্রা ভুজেল (৭৬) এবং তার আত্মীয় নবীন রাই ।
মিলের এক কর্মচারী বালকৃষ্ণ শিবকোটি জানান, কুমার ভুজেল তার স্ত্রী এবং এক আত্মীয় নবীনকে নিয়ে গত কয়েক বছর ধরে মিলটিতে থাকতেন। তার মা একদিন আগেই এসেছিলেন। পুলিশ জানিয়েছে, ২৮ বছর বয়সি দীপেন্দ্র রাই গভীর রাতে বাণেশ্বর থানায় আত্মসমর্পণ করেছেন। রাই বলেন, তিনি নিজেই চারজনকে ধারালো অস্ত্র দিয়ে খুন করেছেন।