ডালাস ও হায়দরাবাদ : আমেরিকায় বেড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল একটি ভারতীয় পরিবারের চার জনের। সোমবার ডালাসের গ্রিন কাউন্টিতে এই দুর্ঘটনা ঘটেছে।
জানা গেছে, হায়দরাবাদের বাসিন্দা শ্রী বেঙ্কট তাঁর স্ত্রী তেজস্বিনী এবং দুই সন্তানকে নিয়ে আমেরিকায় বেড়াতে গিয়েছিলেন। আটলান্টা থেকে ডালাস যাচ্ছিলেন তাঁরা। মাঝ রাস্তায় একটি ট্রাক উল্টো দিক থেকে এসে বেঙ্কটদের গাড়িতে ধাক্কা মারলে সেটিতে আগুন ধরে যায়। কেউই গাড়ি থেকে বেরোতে পারেননি।
ওই চার জনের দেহ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদের পরিবারের হাতে দেহাংশ তুলে দিতে ডিএনএ পরীক্ষার সাহায্য নেওয়া হবে।

