প্রাইভেট পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হল দশম শ্রেণির এক নাবালিকা ছাত্রী। নিখোঁজের চারদিন পরেও এখনো কোনো হদিস মেলেনি ওই নাবালিকার বলে দাবি পরিবারের। এই ঘটনায় আতঙ্কে দিন কাটছে নাবালিকার পরিবারের। অপহরণের অনুমানও করছে পরিবারের লোকজন। ঘটনাটি ঘটেছে, মানিকচক থানার করিয়া সুলতানপুর এলাকায়। বৃহস্পতিবার গ্রামবাসী-সহ নাবালিকার পরিবার মানিকচক থানার পুলিশের দ্বারস্থ হন। দ্রুত ওই নবালিকাকে উদ্ধারের জন্য পুলিশকে আবেদন জানিয়েছেন পরিবারের লোকেরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ওই নাবালিকার নাম সালমা খাতুন(১৭)। মানিকচক শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির পাঠরত রয়েছে ওই ছাত্রী। এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ওই নাবালিকা।
ওই নাবালিকার পরিবার পুলিশকে জানিয়েছে, গত সোমবার বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার নাম করে বের হয় সালমা। তারপর থেকে কোনো হদিস মেলেনি। আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলের সঙ্গে খোঁজ-খবর নিলেও কোন খোঁজ পাওয়া যায়নি। অবশেষে মানিকচক থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে পরিবারের সদস্যরা। তবে চারদিন পেরোলেও এখনো কোনো হদিস মেলে নি ওই নাবালিকার। বৃহস্পতিবার আবারো নাবালিকার পরিবার সহ গ্রামবাসীরা মানিকচক থানার পুলিশের দ্বারস্থ হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সূত্র ধরে ওই নাবালিকার খোঁজ শুরু করা হয়েছে।