ব্যারাকপুর :দক্ষিণেশ্বর রামকৃষ্ণ মঠে প্রস্তাবিত শ্রী রামকৃষ্ণ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল বুধবার। মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বেলুড়ের রামকৃষ্ণ মঠ ও মিশনের সভাপতি স্বামী স্মরনানন্দজী মহারাজ। আগামীদিনে এখানেই গড়ে উঠবে শ্রী রামকৃষ্ণ মন্দির। এদিন মন্দিরের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে হাজির ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ, দক্ষিণেশ্বর দেবত্ত ট্রাস্টের সম্পাদক কুশল চক্রবর্তী, ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া-সহ বিশিষ্ট জনেরা। এদিনের অনুষ্ঠানে দক্ষিণেশ্বরে বহু ভক্তের সমাগম হয়েছিল। এদিন সকালে বিশেষ পুজোর পর অনুষ্ঠিত হয় ধর্মসভা। মা ভবতারিণীর দর্শন পেতে ভক্তরা ছুটে আসেন দক্ষিণেশ্বরে। এবার দক্ষিণেশ্বরে বাড়তি আকর্ষণ হতে চলেছে শ্রী রামকৃষ্ণ মন্দির।