নয়াদিল্লি: প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং বৃহস্পতিবার রাতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে (AIIMS) মারা যান৷ তার বয়স হয়েছিল 92 বছর। বৃহস্পতিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এইমসের আইসিইউতে ভর্তি করা হয়।
এদিকে, কর্ণাটকের বেলাগাভিতে চলমান কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের জন্য রাহুল গান্ধী এবং দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন, এমন পরিস্থিতিতে বেলগাভিতে অনুষ্ঠিতব্য কংগ্রেসের সমাবেশ বাতিল করা হয়েছে।
একই সঙ্গে এইমসের বাইরে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। এইমস-এ পৌঁছেছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। আর কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে পৌঁছতে চলেছেন সোনিয়া গান্ধী।