কলকাতা : পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন এক প্রাক্তন এসআই। শুক্রবার রাতে অভিযান চালিয়ে হাবড়ার অশোকনগর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা বিভাগ। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ল ৯।
ধৃতের নাম আবদুল হাই। বয়স ৬১ বছর। সদ্য এসআই হিসাবে কাজ থেকে অবসর নিয়েছেন তিনি। কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত ছিলেন আবদুল। জাল ১৫০টি পাসপোর্টের মধ্যে ৫২টির তদন্তকারী অফিসার ছিলেন অভিযুক্ত। সেই সুবাদে চক্রের অনেককে চিনতেন। তাদের সঙ্গে যোগাযোগ রেখে পাসপোর্ট জালিয়াতি অনেকটা নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ। তিনি পাসপোর্ট পিছু ২৫ হাজার করে নিতেন বলেও অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাসপোর্ট কাণ্ডে অভিযুক্ত সমরেশের সঙ্গে যোগ ছিল ধৃত আবদুলের।
ইতিপূর্বে পাসপোর্ট কাণ্ডের চাঁই মনোজ গুপ্তা ও সমরেশ বিশ্বাস এবং তার এক শাগরেদকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। ধৃতদের জেরা করেই নদিয়ার ধীরেনের খোঁজ মেলে। সেটা পাসপোর্ট জালিয়াতি মামলায় অষ্টম গ্রেফতারি। এরপর শুক্রবার পুলিশের প্রাক্তন কর্মীকে গ্রেফতার করলো গোয়েন্দা বিভাগ।