এসআইআর -এ তলব খেলোয়াড়দের ‘অসম্মান’, প্রতিবাদে সামিল প্রাক্তনীরা

এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত। এই এসআইআর নথি নিয়ে হয়রানিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষদেরও। হেনস্থার শিকার হতে হচ্ছে অনেক নামি ব্যক্তিত্বদেরও। বাদ যাচ্ছেন না, দেশ ও বাংলার প্রতিনিধিত্ব করা খেলোয়াড়রাও। অযথা ডেকে পাঠানো হচ্ছে অনেক ক্রিকেটার-ফুটবলারদের। এই অভিযোগের প্রতিবাদে স্বামী বিবেকানন্দের জন্মদিনে পথে নামলেন প্রাক্তন খেলোয়াড়রা। সোমবার ভবানীপুর ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় এই প্রতিবাদ কর্মসূচি।

এদিন প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, অলোক মুখোপাধ্যায়, মানস ভট্টাচার্য-সহ ময়দানের প্রায় ১৫০ জন খেলোয়াড়রা। স্বামী বিবেকানন্দের ছবিতে মালা দিয়ে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। এই বিষয়ে প্রাক্তন খেলোয়াড়েরা নির্বাচন কমিশনকে চিঠি দেবেন। ইতিমধ্যেই জাতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামি, প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা, প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন, কম্পটন দত্ত, অলোক মুখোপাধ্যায়দের ডাকা হয়েছে এসআইআরে। দেশ ও বাংলার প্রতিনিধিত্ব করা এই খেলোয়াড়দেরও কি আলাদা করে পরিচয় দিতে হবে? খেলোয়াড়দের এভাবে এসআইআরে ডাকাটা অসম্মানের। তাদের যথেষ্ট সম্মান দেওয়া প্রয়োজন, এমনটাই মনে করছেন প্রাক্তনীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =