তিন রূপান্তরকামীকে খুন করায় মৃত্যুদণ্ড পাকিস্তানের প্রাক্তন মন্ত্রীর ছেলেকে

২০০৮ সালে পঞ্জাব প্রদেশে (Punjab Province) তিনজন রূপান্তরকামীকে গুলি করে হত্যা করে ইমরানের দেশের প্রাক্তন মন্ত্রীর ছেলে। সেই অভিযোগে তাকে এবার মৃত্যুদণ্ডের নির্দেশ দিল পাকিস্তানের একটি আদালত। এছাড়াও মৃতদের পরিবারকে ৫ লক্ষ করে পাকিস্তানি টাকা আর্থিক সহায্যেরও নির্দেশ দিয়েছে আদালত।

হত্যাকাণ্ডের ঘটনার পর পুলিশি তদন্ত শুরু হলে আমেরিকায় (America) পালিয়ে যায় পাক পঞ্জাবের মন্ত্রী আজমল চিমার ছেলে বিলাল চিমা। চলতি বছরের জুলাই মাসে দেশে ফেরামাত্র বিমানবন্দরে গ্রেপ্তার করা হয় তাঁকে। এরপর থেকে তিন রূপান্তরকামীকে হত্যায় মামলা চলছিল শিয়ালকোটের আদালতে। এর মধ্যে অভিযোগ ওঠে, মৃতদের পরিবারকে মোটা টাকা দিয়ে মিটমাট করার চেষ্টা করছে বিলালের পরিবার। যদিও শেষ পর্যন্ত গত মঙ্গলবার ফাঁসির সাজা শোনালেন বিচারক।

অভিযোগ, ২০০৮ সালে একটি খামার বাড়িতে ওই রূপান্তকামীদের নাচগানের জন্য ডেকেছিল বিলাল। সেখানে উপস্থিত বিলালের বন্ধুরা আপত্তিকর প্রস্তাব দেয় তিনজনকে। সেই প্রস্তাবে না করে দেন রূপান্তরকামীরা। এরপরেই নির্মমভাবে গুলি করা হয় মাজহার, আমির এবং আবদুলকে। হত্যা করেন বিলাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 4 =