নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক যুক্ত হলেন আইপিএলের সঙ্গে

জেদ্দায় আইপিএলের মেগা নিলামে অবিক্রিত ছিলেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে আইপিএল শুরুর আগের দিন বড় আপডেট মিলল। জানা গিয়েছে, প্রাক্তন কিউই তারকা কেন উইলিয়ামসনকে দেখা যাবে ভিন্ন ভূমিকায়। তারকা ব্যাটার এবারের আসরে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক ঘটাতে চলেছেন। ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের ১৮তম সংস্করণ। ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টুর্নামেন্টের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস ইতিমধ্যেই তাদের তারকাখচিত ধারাভাষ্য প্যানেলের ঘোষণা করেছে।

সেখানে জাতীয় ভাষার ধারাভাষ্যকার হিসেবে থাকবেন উইলিয়ামসন। উল্লেখ্য, দু’বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন কেন উইলিয়ামসন। ২০১৬ সালে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দরাবাদের স্কোয়াডের অংশ ছিলেন তিনি। ২০২২ সালে গুজরাট টাইটান্সের হয়েও শিরোপা জিতেছেন কেন। জানা গিয়েছে, কেন উইলিয়ামসন ছাড়াও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না ও শিখর ধাওয়ান জাতীয় ভাষার ধারাভাষ্যের দায়িত্বে থাকবেন। আইপিএলের ১৮তম আসরটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে, যেখানে শিল্পী শ্রেয়া ঘোষাল, পাঞ্জাবি তারকা করণ অহুজা এবং বলিউড অভিনেত্রী দিশা পাটানি পারফর্ম করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =