আলিমুদ্দিনে তদন্ত কমিটির মুখোমুখি হলেন প্রাক্তন বিধায়ক তন্ময়

কলকাতা : মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে৷ ইতিমধ্যেই তাঁকে সাসপেন্ড করে তদন্ত কমিটি গড়েছে সিপিএম৷ এবার সেই তদন্ত কমিটিরই মুখোমুখি হলেন দলের প্রাক্তন বিধায়ক তন্ময়বাবু৷ তাঁর বুকে ছিল তিলোত্তমার ব্যাজ।

শনিবার আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য সদর দফতরে ডেকে পাঠান হয় তন্ময়কে৷ প্রায় দেড় ঘণ্টা ধরে তাঁর সঙ্গে কথা বলেন তদন্ত কমিটির তিন সদস্য অঞ্জু কর, সুমিত দে এবং শ্যামলী প্রধান৷ সূত্রের খবর, ওইদিন কী কী হয়েছিল, তা তন্ময়বাবুর থেকে জানতে চাওয়া হয়। কখন সাক্ষাৎকার হয়েছিল? কতক্ষণ মহিলা সাংবাদিক ছিলেন? আগে কতবার ওই সাংবাদিককে সাক্ষাৎকার দিয়েছেন? আগে কোনও দিন ওই মহিলা সাংবাদিক কিছু বলেছিলেন কি না, তা জানতে চান তদন্ত কমিটির তিন সদস্য। জিজ্ঞাসাবাদের শেষে তন্ময় ভট্টাচার্য সংবাদমাধ্যমকে জানান, তাঁর কাছে যা জানতে চাওয়া হয়েছিল, তা তিনি জানিয়েছেন। তাঁর বিরুদ্ধে পরিকল্পিত কুৎসা করা হয়েছে বলে এদিনও দাবি করেন প্রাক্তন এই বিধায়ক।

গত ২৭ অক্টোবর বাড়িতে সাক্ষাৎকার নিতে গেলে তন্ময় ভট্টাচার্য তাঁকে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ তোলেন এক মহিলা সাংবাদিক৷ থানায় অভিযোগও জানান তিনি৷ গুরুতর এই অভিযোগ উঠতেই তন্ময়কে সাসপেন্ড করে সিপিএম৷ অঞ্জু করের নেতৃত্বে গড়া হয় তদন্ত কমিটি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 8 =