কলকাতা : এক নাবালিকা রোগীকে যৌন হেনস্থার অভিযোগ, যা ঘিরে চাঞ্চল্য ছড়াল কলকাতার এসএসকেএম হাসপাতালে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে। তবে বিষয়টি জানাজানি হয় বৃহস্পতিবার সকালে।
অভিযোগ পেয়ে দ্রুত পদক্ষেপ করে পুলিশ। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে। তার নাম অমিত মল্লিক। ধৃত ব্যক্তি হাসপাতালের প্রাক্তন গ্রুপ ডি কর্মী বলে জানা গিয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে।
বুধবার চিকিৎসার জন্য এসএসকেএম-এর বহির্বিভাগে গিয়েছিল ওই নাবালিকা। তখনই ঘটনাটি ঘটে বলে অভিযোগ। দাবি, হাসপাতালের শৌচাগারে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করা হয় ১৫ বছরের ওই কিশোরীকে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। শেষমেশ বুধবার রাতেই ধাপা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে ভবানীপুর থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে শিশুসুরক্ষা (পকসো) আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে।

