আফগানিস্তানের কোচ হলেন জোনাথন ট্রট

ইংল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার জোনাথন ট্রট হলেন আফগানিস্তানের নতুন হেড কোচ। আগামী অগাস্টে মহম্মদ নবিরা আয়ারল্যান্ডে টি-২০ সিরিজ খেলতে যাবেন। আর সেটাই হবে ট্রটের যুদ্ধবিধ্বস্ত ক্রিকেটীয় দেশের কোচ হিসাবে প্রথম অ্যাসাইনমেন্ট। অতীতে ট্রট ইংল্যান্ডের ব্যাটিং কোচ ও স্কটল্যান্ডের পরামর্শদাতা (গতবছর টি-২০ বিশ্বকাপে) হিসাবে কাজ করেছেন। তবে এই প্রথম তিনি কোনও আন্তর্জাতিক ক্রিকেট দলের পূর্ণদায়িত্ব প্রাপ্ত কোচ হলেন।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ট্রট। আফগানিস্তান তাঁকে উদ্ধৃত করে প্রেস বিবৃতি দিয়েছে। ট্রট বলেছেন, “আফগানিস্তান আন্তর্জাতিক ক্রিকেটে অন্যতম রোমাঞ্চকর একটি টিম। আমি তাদের দায়িত্ব নেওয়ার সুযোগ পেয়ে অত্যন্ত সম্মানিত ও রোমাঞ্চিত। আমি বিশ্বাস করি এই দলে প্রচুর প্রতিভা রয়েছে। এমন কিছু ক্রিকেটারদের জন্ম দিয়েছে যারা এই খেলার উপযুক্ত। আমি কাজ করার জন্য মুখিয়ে আছি। আফগানিস্তানের মানুষকে গর্বিত করব।”

আফগানিস্তানের খেলোয়াড়দের প্রশংসা করে ট্রট বলেছেন, ‘আমি বিশ্বাস করি যে আফগানিস্তান প্রতিভায় ঠাসা একটি দল। এখানে প্রতিভার ছড়াছড়ি। তারা এমন সব খেলোয়াড় তৈরি করেছে, যারা নিজেদের ধরনে ক্রিকেটটা খেলার সামর্থ্য রাখে। খেলাটির প্রতি তাদের আবেগ অপ্রতিদ্বন্দ্বী।’
এ মুহূর্তে আইসিসির ওয়ানডে ও টি-টোয়েন্টির দলীয় র্যা্ঙ্কিংয়ের দুটিতেই দশম স্থানে আছে আফগানিস্তান। আসন্ন আয়ারল্যান্ড সফরে টি-টোয়েন্টি র্যাযঙ্কিংয়ে নিজেদের আরও ওপরে নিয়ে যাওয়ার লক্ষ্য তাদের। আয়ারল্যান্ড সফরে পাঁচটি টি-টোয়েন্টি খেলবেন রশিদ খানরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − four =