বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজ হেরে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছিলেন অধিনায়ক রোহিত শর্মা। সেই সঙ্গে ওয়ার্কলোডের প্রসঙ্গ নিয়েও মুখ খোলেন হিটম্যান। রোহিতের এই মন্তব্যটি যে যথাযথ, তা বুঝতে ভুল হয়নি প্রাক্তন ক্রিকেটারদের। কারণ গত কয়েক মাস ধরেই ভারতীয় দলের সঙ্গে নেই জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজার মতো সিনিয়র ক্রিকেটার। এমনকি বাংলাদেশ সিরিজ শুরুর আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছেন মহম্মদ শামি। একাধিক ক্রিকেটারের ছিটকে যাওয়া স্বাভাবিকভাবেই ভারতীয় দলে প্রভাব ফেলেছে।
শুধু বাংলাদেশ সফরে নয়, অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপেও বুমরাহ এবং জাদেজার অভাব বোধ করে ভারতীয় দল। এবার ভারতীয় ক্রিকেটারদের চোট আঘাত নিয়ে সরব হলেন প্রাক্তন ক্রিকেটার মদন লাল। ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য বলেন, ‘এটা শুনে খুব খারাপ লাগছে, জাতীয় দলের একজন অধিনায়ক বলছে তার দলে কোনও সমস্যা রয়েছে। ক্রিকেটাররা নাকি পুরো ফিটই নয়। রোহিতের এমন বক্তব্য শুনে আমিও অবাক হয়েছি। ক্রিকেটারদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলছে খোদ অধিনায়ক। এর দোষটা কার? টিম ম্যানেজমেন্টই বা কী করছে? যারা ফিটনেস ট্রেনার এবং ফিজিও রয়েছেন, তাঁদের ভূমিকাটাই বা কী? আমি সত্যি অবাক।’
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচের পর রোহিত ওয়ার্কলোডে প্রসঙ্গ টেন এনেছিলেন। সেই প্রসঙ্গে মদনলাল বলেন, ‘আমি মানছি, গোটা একটা ক্যালেন্ডার বর্ষে অনেক সিরিজ খেলতে হচ্ছে ভারতকে। সেইভাবে ক্রিকেটাররা পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছে না। যেহেতু পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছে না, তাই চোট আঘাত লেগেই রয়েছে। তবে আমার মতে, তোমাকে যদি দেশের হয়ে খেলতেই হয় তাহলে আইপিএলের দুই মাস বিশ্রাম নাও। তুমি যখন জাতীয় দলের ক্রিকেটার, তখন তোমাকে দেশকে প্রাধান্য দিতে হবে।’
পাশাপাশি প্রাক্তন তারকা আরও বলেন, ‘এখনকার বেশিরভাগ ক্রিকেটারকে দেখি আইপিএলের দিকে ঝুঁকতে। যে কারণে আন্তর্জাতিক ম্যাচ এবং আইসিসি টুর্নামেন্টে ভারতীয় দলের ফলাফল এমন হচ্ছে। আমাদের সময় এতো টুর্নামেন্ট হয়তো ছিল না, নিজেদের ফিটনেস এবং ফর্ম ধরে রাখতে রাজ্য দলের হয়ে খেলতাম। কিন্তু বর্তমানে বেশিরভাগ ক্রিকেটারই আইপিএলকে প্রাধান্য দিচ্ছে। একজন ভালো ক্রিকেটার যে কোনও ফরম্যাটে সেট হয়ে ওঠার ক্ষমতা রাখে। এই ভারতীয় দলে বর্তমানে সেই মানের খুব কম ক্রিকেটার রয়েছে।’