বিজেপিতে যোগ দিলেন কংগ্রেসের প্রাক্তন মুখপাত্র গৌরব বল্লভ

বিজেপিতে যোগ দিলেন এআইসিসির সদ্য প্রাক্তন মুখপাত্র গৌরব বল্লভ। বৃহস্পতিবার কংগ্রসের সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে চিঠি পাঠিয়ে প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। পরে বেল গড়াতেই বিজেপির সদর দপ্তরে গিয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগদান করলেন গৌরব। গৌরবের পাশাপাশি বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিয়েছেন বিহার প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অনিল শর্মাও।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডলে গৌরব লিখেছিলেন, ‘কংগ্রেস দল আজ যে দিশাহীনতার পথে এগিয়ে যাচ্ছে, তাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি না।’ এর পরেই রাহুল গান্ধি-মল্লিকার্জুন খড়্গের দলের বিরুদ্ধে হিন্দুবিরোধী আচরণের অভিযোগ তোলেন গৌরব। লেখেন, ‘আমি সনাতন ধর্মের বিরোধী স্লোগান তুলতে পারি না। দেশের সম্পদ সৃষ্টিকারীদের গালি দিতে পারি না। আমি কংগ্রেস পার্টির সমস্ত পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিচ্ছি।’

বিজেপিতে যোগ দেওয়ার পরে তিনি বলেন, ‘চিঠিতে আমি আমার হৃদয়ের সমস্ত ব্যথা লিখেছি। যে ভাবে অযোধ্যায় ভগবান রামের মন্দির উদ্বোধন অনুষ্ঠানের আমন্ত্রণ পাওয়ার পরেও তা প্রত্যাখ্যান করা হয়েছে, আমার পক্ষে তা মেনে নেওয়া সম্ভব নয়। আমি আজ বিজেপিতে যোগ দিয়েছি এবং আশা করি ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আমার ক্ষমতা ও জ্ঞানের সদ্ব্যবহার করতে পারব।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 16 =