জঙ্গল এলাকায় নির্মাণে নিজস্ব ইঞ্জিনিয়ারিং বিভাগ তৈরি করছে বন দপ্তর

নিজস্ব নির্মাণ কাজের বিষয়ে স্বনির্ভর হতে রাজ্যের বন দপ্তর এবার নিজস্ব একটি ইঞ্জিনিয়ারিং বিভাগ তৈরি করছে। বন দফতরের অধীন বিভিন্ন সাফারি পার্ক ও চিড়িয়াখানাগুলিতে নির্মাণের কাজের পরিকল্পনা থেকে রূপায়নের যাবতীয় কাজ এবার থেকে বিভাগীয় ইঞ্জিনিয়াররাই দেখভাল করবেন বলে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন। তিনি বলেন, ‘উত্তরবঙ্গে এই ইঞ্জিনিয়ারিং বিভাগের সদর দপ্তর তৈরি করা হবে। প্রাথমিক ভাবে একজন সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার সহ ছয়জন ইঞ্জিনিয়ারকে সেখানে নিয়োগ করা হবে। বনমন্ত্রী জানান এই প্রথম বন দফতরের নিজস্ব ইঞ্জিনিয়ারিং বিভাগ খোলা হচ্ছে।’
এদিকে উত্তরবঙ্গের বেঙ্গল সাফারি পার্কটিকে ঢেলে সাজানো হবে বলে বনমন্ত্রী জানিয়েছেন। পার্কটিকে বিশ্বমানের করে গড়ে তুলতে ২০ বছর মেয়াদী পরিকল্পনা তৈরি করা হচ্ছে। দফতরের নিজস্ব ইঞ্জিয়ারারাই এই পরিকল্পনা তৈরি ও রূপায়নের দায়িত্বে থাকবেন। পর্যটক টানতে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে সিংহ, জেব্রা, এলবিরো ডাক, মণিপুরী ডাইসিং ডিয়ার সহ আরও নতুন অতিথি আনার পরিকল্পনাও চলছে। বন দপ্তর সূত্রে খবর, বেঙ্গল সাফারি পার্কের আয়তন বাড়ানো হবে। দু’টির বদলে সাত থেকে আটটি হাতি সাফারির কথাও ভাবা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =