বিদেশ সচিব মিস্রি পৌঁছলেন ঢাকায়, উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ এই সফর

ঢাকা : ভারত-বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনের আবহেই ঢাকায় পৌঁছলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ ঢাকা বিমানবন্দরে অবতরণ করে মিস্রির বিমান। তাঁকে স্বাগত জানান বাংলাদেশের বিদেশ দফতরের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) ইশরাত জাহান।

ইতিমধ্যেই ভারত ও বাংলাদেশের মধ্যেই বিদেশ সচিব পর্যায়ের বৈঠক বা ফরেন অফিস কনসালটেশন (এফওসি) শুরু হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক শুরু হয়। এফওসিতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বিদেশ সচিব জসীম উদ্দিন। আর ভারতের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বিদেশ সচিব বিক্রম মিস্রি।

বাংলাদেশে ইস্কনের মন্দিরে হামলা, চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেফতারি ও ভারতের প্রতি বাংলাদেশের বিদ্বেষের আবহে বিদেশ সচিব বিক্রম মিস্রির এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 15 =