কলকাতা : কালীঘাট মন্দির দর্শনে আগত এক বিদেশি পর্যটক প্রতিনিধিদল শহরে পৌঁছেছেন। সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ তাঁরা প্রথমে কালীঘাট মন্দির পরিদর্শন করবেন। তারপর শহরের কয়েকটি নামী দুর্গাপুজোর প্যান্ডেলে পরিদর্শনের কথা রয়েছে।
ইসকন – এর উদ্যোগে আয়োজিত ওই ভ্রমণের লক্ষ্য হল – আন্তর্জাতিক পর্যটকদের সামনে বাংলার সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যকে তুলে ধরা। বিশেষ করে, বিশ্বজোড়া খ্যাতি প্রাপ্তির পর খেতাব জয়ী দুর্গাপুজোর বৈচিত্র্যময় আবহ যেন বিশ্বের দরবারে আরও বেশি করে পৌঁছে দেওয়া যায়, সেই উদ্দেশ্যে সামনে রেখে এমনতর প্রচেষ্টা।
এদিকে, আয়োজকদের মতে – এই ধরনের সাংস্কৃতিক সফরের মাধ্যমে বিদেশি অতিথিরা বাংলার লোকজ ঐতিহ্য, ধর্মীয় সহাবস্থান ও উৎসবের সর্বজনীনতা ঠিক কতটা গভীরে প্রোথিত তা উপলদ্ধি করতে পারবেন।
প্রসঙ্গত, জাতি, ধর্ম কিংবা সংস্কৃতির গণ্ডি ছাড়িয়ে, দুর্গোৎসব যেন এক সর্বজনীন মিলনের পরিক্রমা – সেই বার্তা পৌঁছে দিতে আগ্রহী ও তার জন্যেই এমনতর আয়োজন।

