কলকাতা: সোনা, থেকে মাদক, কখনও বৈদেশিক মুদ্রা, বিমানবন্দরের কড়া নজরদারি এড়িয়ে পাচারে নিত্য নতুন উপায় বের করছে পাচারকারীরা। কখনও ক্যাপসুলে মাদক ভরে, সেই মাদক খেয়ে পাচারের চেষ্টা চলছে, কখনও আবার সোনা পেস্ট করে চোখে ধুলো দিয়ে এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।
তবে এবার বৈদেশিক মুদ্রা মিলল লাগজে ব্যাগের রডের ভেতরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেই যাত্রীকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে ওই মুদ্রা পাচার করার সময়ই তা ধরা পড়ে যায়।শুল্ক দপ্তর সূত্রে জানা গিয়েছে, ৯১০০ মার্কিন ডলার পাচারের জন্য এই অভিনব কৌশল নেওয়া হয়েছিল। কলকাতা থেকে ব্যাংককগামী স্পাইসজেটের এস জি ৪৩ বিমানে ওঠার কথা ছিল ওই যাত্রীর। ওইদিন বিকেলে ব্যাংককগামী বিমানে যাত্রার আগে ভারতীয় যাত্রী আনন্দ সিং বিমানবন্দরে পৌঁছলে লাগেজ স্ক্যানিং-এর সময় নিরাপত্তারক্ষীদের সন্দেহ হয়। শুল্ক দপ্তরের এয়ার ইন্টেলিজেন্স শাখার আধিকারিকদের কাছে খবর যায়। সেই মতো আধিকারিকরা এসে ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করেন। তারপরে ব্যাগে তল্লাশি চালানো হয়। কিছু না মেলায় পুনরায় ওই ব্যাগটি স্ক্যানিং করা হয়। তাতেই দেখা যায় ট্রলি ব্যাগের রডের ভেতরে কিছু লুকনো আছে মুদ্রা। সেই রডটি কেটে ফেলার পর রডের মধ্যে থেকে ৯১০০ আমেরিকান ডলার উদ্ধার হয়। ভারতীয় মুদ্রায় যার মূল্য ৭ লক্ষ ৪৪ হাজার ৩৮০ টাকা। ওই যাত্রীকে আটক করে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। বৈদেশিক মুদ্রা বাজেয়াপ্ত করে বৃহস্পতিবার সকালে ওই যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে।