কলকাতা : বুধবারের পর আবারও বৃহস্পতিবার সকালে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ফের বিকাশ ভবনে হাজির হলেন সিবিআই আধিকারিকরা। বিকাশ ভবনের পিছনের বিল্ডিং-এর গ্রাউন্ড ফ্লোরে ওয়ার হাউসে সিবিআই আধিকারিকরা যান এবং সেখানে বিভিন্ন নথি ঘেঁটে দেখেন।
তাদের কাছে খবর, সেখানে নিয়োগ সংক্রান্ত জরুরি নথি লুকিয়ে রাখা হয়েছে অন্যান্য দস্তাবেজ-এর সঙ্গে। তাই তারা বারে বারে বিকাশ ভবনে হানা দিয়ে সেই নথি উদ্ধার করতে চাইছেন।
উল্লেখ্য, বুধবারও ওয়ার হাউসে প্রায় সাড়ে তিন ঘন্টার মতো তল্লাশি অভিযান চালায় সিবিআই আধিকারিকরা। তবে কেনই তারা বারেবারে মাল গুদামের তল্লাশি চালাচ্ছে তা স্পষ্ট নয়।
এবিষয়ে সিবিআই আধিকারিকদের জিজ্ঞাসা করা হলে তারা মুখ খুলতে চান নি। তবে সূত্রের খবর, তারা যে নথি খুঁজছেন সেই নথি অত্যন্ত গুরুত্ব পূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ ২৪ ঘণ্টার মধ্যে দু’বার তল্লাশি অভিযান সিবিআই-এর।