শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া, এই সময়ে কিছুটা নামতে তাপমাত্রার পারদ। শীতের আমেজও টের পাবেন দক্ষিণবঙ্গবাসী। হালকা শীত মালুম হবে তিলোত্তমাতেও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতার ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টা আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমবে বলেও জানিয়েছেন আবহবিদরা।
ধীরে ধীরে শীতের আভাস টের পাবেন কলকাতাবাসী। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে পুরোপুরি শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী পাঁচ দিন কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে ২১ তারিখ নাগাদ দার্জিলিং এবং কালিম্পং-এর পাহাড়ি অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।