দোলযাত্রা উপলক্ষে দুই বাংলার বন্ধন আরও দৃঢ় করতে অভিনব পন্থায় উদযাপিত হলো দোল উৎসব। সম্প্রতি বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার প্রভাব পশ্চিমবঙ্গেও পড়েছে। যদিও দুই দেশের মধ্যে কাঁটাতারের সীমান্ত রয়েছে, তবু ভাষা, সংস্কৃতি ও আত্মার টান দুই বাংলার মানুষকে একসূত্রে গেঁথে রেখেছে যুগের পর যুগ। সেই বন্ধনকে আরও সুদৃঢ় করতে পশ্চিমবঙ্গের বাকসারায় এক অনন্য উপায়ে দোলযাত্রা উৎসব পালন করল ‘বোধন’ নামক একটি সংগঠন।
উৎসবের মূল আকর্ষণ ছিল মাঠের মধ্যে তৈরি একটি প্রতীকি কাঁটাতারের বেড়া, যা দুই বাংলার ভৌগোলিক বিভাজনকে চিহ্নিত করলেও, তার দু’পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের বন্ধনের কথা মনে করিয়ে দেয়। কাঁটাতারে ঝোলানো পোস্টারগুলোতে লেখা ছিল দুই দেশের মৈত্রীর বার্তা। মঞ্চের দু’পাশে শোভা পাচ্ছিল রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের ছবি, যা দুই বাংলার সাংস্কৃতিক ঐক্যের প্রতীক।
উৎসবে ছোট-বড় সবাই অংশ নেন। রবীন্দ্রসংগীত, নজরুলগীতি ও রবীন্দ্রনৃত্যের মধ্য দিয়ে বসন্ত উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানের একপর্যায়ে প্রতীকী দুই বাংলার মানুষ একে অপরকে আবির মেখে রঙিন করে দেন, যা ভালোবাসা ও সম্প্রীতির বার্তা বহন করে।
সংগঠনের প্রধান দেবাশীষ মুখোপাধ্যায় বলেন, “দুই বাংলার মানুষের সম্পর্ক যেন আরও দৃঢ় হয়। ভৌগোলিক বিভাজন থাকলেও আমরা যেন একে অপরের সুখ-দুঃখে পাশে থাকতে পারি। আমাদের এই বন্ধন যেন চিরকাল অটুট থাকে।”
এই অভিনব আয়োজনের মধ্য দিয়ে ‘বোধন’ শুধু বসন্ত উৎসবই উদযাপন করেনি, বরং দুই বাংলার বন্ধুত্বের এক মর্মস্পর্শী বার্তাও ছড়িয়ে দিয়েছে।