নিজস্ব প্রতিবেদন, পাণ্ডবেশ্বর: আজ থেকে আনুমানিক ৩০১ বছর আগে বামাচরণ চ্যাটার্জি নামে এক বিশিষ্ট ব্যক্তি পাণ্ডবেশ্বর বিধানসভার কুমারডিহি গ্রামে মা কালীর প্রতিষ্ঠা করেন। তখন থেকেই এই বড়মা রূপেই পূজিত হয়ে আসছেন। তান্ত্রিক মতে নিশি পুজো হয় এখানে। বলিদান প্রথা রয়েছে, হয় ছাগ বলি।
জনশ্রুতি আছে, আজ থেকে প্রায় ১৪১ বছর আগে বড়মা রূপী কালীর বাড়ি (কলস ভর্তি জল) আনা হয় গঙ্গা থেকে। কুমারডিহি গ্রামের চ্যাটার্জি পরিবারের সদস্য দেবজিৎ চ্যাটার্জি, লোকজিৎ চ্যাটার্জি ও বিজন চ্যাটার্জিরা জানান, অলৌকিক ভাবে সেই ১৪১ বছর আগের ঘটভর্তি জল আজও মায়ের কাছে অমলিন। ঘটের জল একদিনের জন্যও শেষ হয় না। তবে এমনটাও শোনা যায় ঘটের জল একটু কমলেই পরিবারের নেমে আসে অশনি সংকেত। চ্যাটার্জি পরিবারে কোনও দুর্ঘটনার আগামবার্তা মায়ের, এমনটাই বিশ্বাস চ্যাটার্জি পরিবারের এবং সঙ্গে সঙ্গেই শুরু হয় মাকে সন্তুষ্ট করার জন্য হোম যজ্ঞ। আর তাতেই মায়ের আশীর্বাদে দুর্যোগ কাটে পরিবার তথা গ্রামের। কুমারডিহি গ্রামের চ্যাটার্জি পরিবারের বড় মায়ের পুজোয় দূর দূরান্ত থেকে পরিবারের সকলেই এই পুজোর ক’দিন হাজির হন গ্রামে। একসঙ্গে পরিবারের সকলের খাওয়া দাওয়া আনন্দ উৎসব চলে।