যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের পড়ুয়া মৃত্যুর ঘটনায় যখন তোলপাড় বঙ্গ রাজনীতি থেকে শিক্ষামহল ঠিক সেই সময়েই সামনে এল কলকাতার ফুলবাগানের গুরুদাস কলেজে ব়্যাগিংয়ের অভিযোগ। ব়্যাগিংয়ের শিকার হয়েছেন জানিয়ে আগেই ইউজিসির কাছে অভিযোগ জানিয়েছিলেন কলেজের বিএসসির এক পড়ুয়া। তার ভিত্তিতে ইউজিসি’র তরফে কলেজের অধ্যক্ষকে চিঠি পাঠিয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়। এরপরই এই ঘটনায় তদন্ত শুরু করল ফুলবাগান থানার পুলিশ।
ওই ছাত্রের অভিযোগ, গুরুদাস কলেজের ইউনিয়নের তরফে তাঁকে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। না গেলে রেজিস্ট্রেশন বাতিলের হুমকি দেওয়া হচ্ছে। ইউজিসির কাছে এমনটাই জানিয়ে শাসকদল সমর্থিত কলেজের ইউনিয়নের (টিএমসিপি) সাধারণ সম্পাদক সোহম চক্রবর্তী-সহ মোট তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন ওই পড়ুয়া।
এই প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ মৌসুমী চট্টোপাধ্যায় অবশ্য আশ্বাস দিয়েছেন, ‘আমরা পদক্ষেপ করছি। গোটা বিষয়টি গোপন রাখতে চাই। কার বিরুদ্ধে কোন পড়ুয়ার কী অভিযোগ, জানাতে চাই না। ইউজিসির চূড়ান্ত রিপোর্ট হাতে পেলে জানাব।’ এদিকে ইউজিসির চিঠি-সহ গোটা বিষয়টি ফুলবাগান থানায় জানিয়েছেন অধ্যক্ষ। অভিযোগ, দু’জন প্রাক্তন ছাত্র রাজনৈতিক মিছিলে যাওয়ার জন্য একাধিক পড়ুয়াকে জোর করছে। পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। তবে, এখনও পর্যন্ত কোনও মামলা দায়ের হয়নি। যদিও এই ঘটনায় প্রথম থেকেই অভিযুক্ত সোহম চক্রবর্তী দাবি করছেন, ‘এই অভিযোগ পুরো মিথ্যে। ভুল প্রচার করা হচ্ছে।’