দেশের সমগ্র জায়গা জুড়ে যখন খেলাধূলোর উন্নতিতে নজর দেওয়া হচ্ছে, তখনই বিপরীত ছবি উত্তরপ্রদেশে। সেখানে চলছে সাব জুনিয়র কবাডি চ্যাম্পিয়নশিপ। চরম অব্যবস্থা উত্তরপ্রদেশের সাহারানপুরে। এ রকমও হতে পারে! ভাবলেই কেমন গা ঘিনঘিনিয়ে উঠতে বাধ্য। মেয়েদের অনূর্ধ্ব-১৬ কবাডি চ্যাম্পিয়নশিপে যে ভিডিও ভাইরাল হয়েছে, তা দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। সাহারানপুরের ভীমরাও স্টেডিয়ামে সাব জুনিয়র কবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। তিনশোরও বেশি প্রতিযোগী অংশ নেয় সেই চ্যাম্পিয়নশিপে। বিভিন্ন রাজ্য থেকেই মেয়েরা কবাডি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়েছে। ১৬ সেপ্টেম্বরের একটি ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়।
স্টেডিয়ামের সুইমিং পুলের শৌচাগারেই হচ্ছে রান্না বান্না। আবার সেখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা। বাথরুমের মেঝেতে রাখা ভাতের জায়গা। শুধু ভাত নয়, ডাল, সবজি রাখার জায়গাও ওই অপরিষ্কার শৌচাগারে। ভিডিও প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন।
ভিডিও প্রকাশ্যে আসার পরই স্পোর্টস অফিসিয়াল অনিমেশ সাক্সেনাকে সাসপেন্ড করা হয়। তাঁর সাফাই, বৃষ্টির কারণে খাবারগুলো শৌচাগারে সরিয়ে নিয়ে যাওয়া হয়। অস্বাস্থ্যকর পরিবেশেই বাধ্য হয়ে খেতে বসেন প্রতিযোগীরা। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। সেপ্টেম্বরের ১৬ থেকে ১৮ তারিখ উত্তরপ্রদেশের সাহারানপুরে অনূর্ধ্ব-১৬ কবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। স্টেডিয়াম কর্তৃপক্ষের তরফ থেকেই প্রতিযোগীদের থাকা, খাওয়ার ব্যবস্থা করা হয়।