গত মাসের ৭ই অক্টোবর থেকে গাজা উপত্যকায় চলমান যুদ্ধের মধ্যে খাদ্য সংকট আরও বাড়ছে। খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের মধ্যে মারামারি শুরু হয়েছে। এক গ্যালন জলের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় নাগরিকদের। জাতিসংঘের বেশিরভাগ মানবিক সহায়তা কেন্দ্রের বাইরে সারিবদ্ধভাবে একই দৃশ্য দেখা যাচ্ছে।
স্থানীয সংবাদমাধ্যমে পাঁচ সন্তানের জননী সুজান ওয়াহিদিকে জাতিসংঘের একজন সাহায্য কর্মীকে বলতে শোনা গেছে- আমার বাচ্চারা কাঁদছে। তারা ক্ষুধার্ত এবং ক্লান্ত। জল নেই, তাই বাথরুম ব্যবহার করতে পারছি না। উল্লেখ্য, গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধে এখনও পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। উত্তর গাজা থেকে পালিয়ে আসা হাজার হাজার মানুষ এখন দক্ষিণ গাজায় খাদ্য ও ওষুধের সংকটের সম্মুখীন।