অনুব্রত বাড়ি ফেরায় খুশি অনুগামীরা, বিলি হল নকুল দানা ও গুড়-বাতাসা

বোলপুর : বাড়ি ফিরেছেন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। তাঁকে ঘিরে উৎফুল্ল তৃণমূল কর্মী-সমর্থকরা।মঙ্গলবার কলকাতা থেকে সড়কপথে বোলপুরের নিচুপট্টির বাড়িতেই চলে গিয়েছেন তিনি। সেখানেই তৃণমূল কর্মী-সমর্থক ও অনুগামীরা জড়ো হয়েছিলেন। অনুব্রতকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন।

তৃণমূলের এই দাপুটে নেতাকে দেখতে বোলপুরের নিচুপট্টির বাড়িতে পৌঁছেছেন দূর দূরান্তের মানুষজন। তেমনই এক ব্যক্তি, নাম উত্তম রায় হাজির রয়েছেন বোলপুরে। তিনি কলকাতার নাকতলার বাসিন্দা।

অনুব্রতের বাড়ির বাইরে দাঁড়িয়ে নকুল দানা, গুড়-বাতাসা বিলি করছেন তিনি। উত্তমবাবু জানিয়েছেন, অনুব্রত ছাড়া পাওয়ার খুশিতে কলকাতা থেকে বোলপুরে গিয়েছেন তিনি। ২০২৬-এ ফের গুড় বাতাসা বিলি হবে ও চরাম চরাম ঢাক বাজবে বলে স্লোগান দিচ্ছেন উত্তমবাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + fourteen =