কুয়াশার দাপটে উড়ান পরিষেবা বিঘ্নিত, হাওড়া ও কলকাতার মধ্যে ফেরি চলাচল বন্ধ

এই পর্বে শীত পড়েছে বটে, কিন্তু এমন কুয়াশা! না, আগে দেখা যায়নি। রবিবার কুয়াশায় মোড়া সারা বাংলা। কলকাতা থেকে জেলা– সর্বত্র একই ছবি। শীতের কুয়াশা যেন শীতের আমেজ আরও বাড়িয়ে দেয়। তবে এর জেরে কোথাও ব্যাহত হয়েছে যান চলাচল। কোথাও সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষজন।

দৃশ্যমানতা তলানিতে ঠেকে যাওয়ায় কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবা আংশিক ব্যাহত হয়েছে রবিবার। সকাল সাড়ে ৭টা পর্যন্ত কোনও বিমান নামেনি। কয়েকটি বিমান উড়লেও, অধিকাংশই নির্ধারিত সময়ের থেকে দেরিতে ছেড়েছে। ঘন কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যাওয়ায় এই বিপত্তি।

রবিবার ঘন কুয়াশার চাদরে ঢেকেছে হাওড়াও। দৃশ্যমানতা কমে যাওয়ায় হাওড়া ও কলকাতার মধ্যে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা এতটাই যে, ১৫-২০ মিটার দূরেও কিছু দেখা যাচ্ছিল না। সেই কারণে সকাল ৮টা থেকে ফেরি চলাচল শুরু হওয়ার কথা থাকলেও, তা বন্ধ রাখতে বাধ্য হয় হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি। কুয়াশায় ঢেকেছে দ্বিতীয় হুগলি সেতু, হাওড়া ব্রিজ। ধীর গতিতে যান চলাচল করছে। রাস্তায় লোকজনের সংখ্যাও অন্য দিনের তুলনায় কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 14 =