উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি, লোকালয়ে ঢুকছে বন্যপ্রানীরা

দার্জিলিং : রাতভর টানা বৃষ্টিতে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি । মহানন্দা, জলঢাকা, তিস্তা-সহ একাধিক নদী বিপদ সীমার উপর দিয়ে বইছে। বন্যপ্রানীরা প্রাণ বাঁচাতে ঢুকে পড়েছে লোকালয়ে।

তিস্তাবাজার এলাকা-সহ তিস্তার পারে থাকা প্রায় দেড়শো পরিবারকে নিরাপদে সরানোর কাজ শুরু করেছে প্রশাসন। প্রতিটি এলাকায় প্রশাসনিক আধিকারিকদের নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে নবান্ন। দার্জিলিঙের বিভিন্ন হোটেলে থাকা পর্যটকদের বাইরে বেরতে বারণ করা হয়েছে ৷

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পাহাড়ে একটানা ভারী বৃষ্টির জেরে জলঢাকা নদীর জলস্তর বেড়ে গিয়েছে। কামারঘাট এলাকায় জলের মধ্যে আটকে পড়েছে একপাল হাতি। পাশাপাশি স্থানীয় কালীবাড়ি এলাকাতেও একটি গন্ডার লোকালয়ে চলে আসে। তবে শুধু হাতি-গন্ডার নয়, কাশিয়ার বাড়ি এলাকায় একটি বাইসনের শাবক উদ্ধার করেছেন স্থানীয়রা।

কার্শিয়াংয়ে গ্রামে ঢুকে পড়ে একাধিক হরিণ। বহু বন্যপ্রাণী জঙ্গল থেকে নদীতে ভেসে গিয়েছে বলেও দাবি তাঁদের। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন বনকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + one =