কুয়াশায় ফের উড়ান পরিষেবা ব্যাহত উত্তর ভারতে, প্রভাবিত রেল পরিষেবাও

নয়াদিল্লি : বৃহস্পতিবার সকাল, কুয়াশার ঘনঘটা। ঘন কুয়াশায় ঢেকে যায় দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। দৃশ্যমানতা বিপজ্জনক ভাবে কমে যায়।

যার জেরে বৃহস্পতিবার সকালেও বাতিল হল একাধিক উড়ান। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে অন্তত ৪০টি উড়ানের সময়সূচি বদলানো হয়েছে। ব্যাহত হয়েছে রেল পরিষেবাও।

ইন্ডিগো ও স্পাইসজেটের তরফে জানানো হয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে বৃহস্পতিবার বেশ কিছু উড়ানের সময়সূচিতে রদবদল হতে পারে। কোনও কোনও জায়গায় দৃশ্যমানতা বিপজ্জনক ভাবে হ্রাস পেয়েছে। কুয়াশার প্রভাব পড়েছে রেল পরিষেবাতেও। সকালে দেরিতে চলেছে ২২টিরও বেশি দূরপাল্লার ট্রেন। এর মধ্যে রয়েছে ১৯২৭২ হরিদ্বার-ভাবনগর এক্সপ্রেস, ১২৪১৭ প্রয়াগরাজ এক্সপ্রেস, ১২৪২৭ রেওয়া-আনন্দ বিহার এক্সপ্রেস, ২২৪৩৫ নয়াদিল্লি বন্দে ভারত এক্সপ্রেস, ১৪২৪১ নৌচণ্ডী এক্সপ্রেস, ১৪২০৭ পদ্মাবত এক্সপ্রেস ইত্যাদি একাধিক ট্রেন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − 3 =