সিউড়ি (বীরভূম) : বেসরকারি এক কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনায় মৃত পাঁচ শ্রমিক। বিস্ফোরণের পরপরই পলাতক সংস্থার কর্মীরা। লোকপুর থানার অন্তর্গত এই অঞ্চলটি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রোজকার মতোই বিস্ফোরণ ঘটে। ভিতরে যে ওই মুহূর্তে শ্রমিক রয়েছে এবং সেখানে যে কাজ চলছে অজানা ছিল ওই ঘটনা। এর মাঝেই কয়লা উত্তোলনের জন্য এই বিস্ফোরণ।
সবিস্তারে তা আগে জানা ছিল না সংশ্লিষ্ট কর্মী ও তাদের সহযোগীদের। মৃতদেহ উদ্ধারের পরেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানায়, বাংলা ঝাড়খণ্ড সীমান্তের লাগোয়া খয়রাশোল ব্লক।
ভাদুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় জিএমপিএল অর্থাৎ গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড সংস্থার তরফে সেখানেই এভাবে বিস্ফোরণের সাহায্যে কয়লার ব্লক ফাটিয়ে সেখান থেকেই তা তোলা হয়ে থাকে। চতুর্থীর দিন সাতসকালেই এই বিপত্তি। তরতাজা পাঁচটি প্রাণ ঝরে গেল মাটির নিচে ভূগর্ভস্থ কয়লাখনিতে। আফশোস যাচ্ছে না। কোলিয়ারিতে সব পলাতক। সর্বশেষ খবর, আহত অনেক তা নিয়েও চলছে অনুসন্ধান।