এর চেয়ে ভালো শুরু আর কী হতে পারে! জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে শুরু হল ডুরান্ড কাপের ১৩২তম সংস্করণ। এ বারের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশের দু-দল। মোহনবাগান বনাম বাংলাদেশ আর্মি ফুটবল টিম। বলে লাথি মেরে টুর্নামেন্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাঠের পারফরম্যান্সে নজর কাড়ল মোহনবাগান। সুপার জায়ান্টের মতোই খেলল তারা। বাংলাদেশ আর্মি ফুটবল ক্লাবকে ৫-০ ব্যবধানে হারিয়ে ডুরান্ড অভিযান শুরু মোহনবাগানের। কলকাতা লিগে খেলছে মোহনবাগানের জুনিয়র দল। ডুরান্ডের প্রথম ম্যাচে জুনিয়র-সিনিয়র দল মিলিয়ে খেলাল মোহনবাগান। যদিও প্রথম একাদশের গড় বয়স মাত্র ২০ বছর। অভিজ্ঞতা কিংবা দক্ষতায় অবশ্য পিছিয়ে নেই তারা। মাঠে নেমেও সেটাই করে দেখালেন। প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় মোহনবাগান। ম্যাচের ১৪ মিনিটে টুর্নামেন্টে এ বারের সংস্করণের প্রথম গোল। মোহনবাগানকে এগিয়ে দেন লিস্টন কোলাসো। ২৯ মিনিটে মনবীর সিংয়ের পেনাল্টি গোলে স্কোরলাইন ২-০ হয় মোহনবাগানের। নামতেকে ফাউল করায় পেনাল্টি পায় সবুজ মেরুন। প্রথমার্ধে ৪ মিনিট অ্যাডেড টাইম দেওয়া হয়। তার আগেই স্কোর লাইন ৩-০ করে মোহনবাগান। লিস্টন কোলসোর অনবদ্য টার্ন, সেন্টার করেন সুহেল ভাটের উদ্দেশে। সুহেল বল ধরে গোলকিপারের ওপর দিয়ে চিপ করেন। যদিও লাস্ট টাচ ছিল বাংলাদেশ আর্মি টিমের ডিফেন্ডার মেহদি হাসানের। ফলে এটি আত্মঘাতী গোল দেন অফিসিয়ালরা। অ্যাডেড টাইমে দ্বিতীয় হলুদ তথা লাল-কার্ড দেখে মাঠ ছাড়েন মিজানুর। বাংলাদেশ আর্মি টিম ১০ জনে পরিণত হয়। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক মোহনবাগান। ৫৮ মিনিটে মোহনবাগানের পক্ষে স্কোরলাইন ৪-০ করেন নামতে। পরিবর্ত হিসেবে নেমেছিলেন কিয়ান নাসিরি। স্কোরশিটে নাম লেখালেন তিনিও। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে লিস্টন কোলাসোর শট, ফিরতি বল গোলে ঢোকান কিয়ান নাসিরি। শেষ অবধি ৫-০ ব্যবধানে জয়।