শ্রীরামপুরে নাকা তল্লাশি চলাকালীন আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার পাঁচজন

হুগলি : হুগলি জেলার চন্দননগর পুলিশ কমিশনারেটের অধীনে শ্রীরামপুর থানার পুলিশ রবিবার গভীর রাতে নাকা তল্লাশির সময় আগ্নেয়াস্ত্র সহ পাঁচজনকে গ্রেফতার করেছে।

সোমবার, চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি (শ্রীরামপুর) অর্ণব ঘোষ বলেছেন যে রবিবার গভীর রাতে নাকা চেকিংয়ের সময়, শ্রীরামপুর থানার পুলিশ চেকিংয়ের জন্য দেরিগাঙ্গী মোড়ে একটি স্করপিও গাড়ি থামায়। পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে যাত্রীদের কাছ থেকে দুটি ৯ এমএম পিস্তল এবং ছয় রাউন্ড নিষিদ্ধ গুলি উদ্ধার করা হয়।

ধৃতদের নাম হল সৌম্য সুরুল ওরফে পিয়াল (৩৩), শিবনাথ বিশ্বাস ওরফে ছোটকা (৩৬), সুমিত দাস ওরফে গুলু (২০), ষষ্ঠী দাস (৩০) ও দীপক সিং ওরফে সুজিত ওরফে পঙ্গা (২৬ বছর)। তাদের মধ্যে সৌম্য সুরুল ওরফে পিয়াল শ্রীরামপুর থানার অন্তর্গত জেএন লাহিড়ী রোড এলাকার বাসিন্দা, অন্য চারজন শ্রীরামপুর থানার অন্তর্গত মানিকতলার দেবাগানের বাসিন্দা। পুলিশ স্করপিওটিকে আটক করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 4 =