কলকাতা : নামাজপাঠে বিরক্ত করার দায়ে কুকুরের পাঁচটি সদ্যোজাত শাবককে হত্যা করে ভিডিওতে সাফাই গেয়েছেন এক ব্যক্তি। সেটির প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে কড়া সমালোচনা করলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।
তসলিমা লিখেছেন, “যে লোক নিজেকে শিক্ষিত বলে গর্ব করে, সেই লোক অসহায় অবলা প্রাণীদের হত্যা করে। কারণ অসহায় অবলা প্রাণীদের কোনও রকম শব্দ কানে গেলে নাকি তার নামাজ নষ্ট হয়। তার ইসলাম এই সব প্রাণীকে অপবিত্র ঘোষণা করেছে, সুতরাং লোকটির বর্বর হতে কোনও বাধা নেই। খুনী হতে কোনও বাধা নেই। তার কাছে নামাজ পড়ে সওয়াব কামাই করা জরুরি, নামাজ পড়ে বেহেস্ত আদায় করা জরুরি। বেহেস্তে গিয়ে ৭২ ভার্জিন হুরের সঙ্গে অনন্তকাল সঙ্গম করা জরুরি।
পাড়ার এক কুকুরের সদ্যোজাত ৫ সন্তানকে খুন করেছে এই নামাজি। এই খুনীর কোনও অনুতাপ নেই। সে নাকি আবারও খুনই করবে। আবারও প্রাণীদের সন্তানহারা করবে। তার আল্লাহ এতে খুশি হবে নিশ্চয়ই। কতটা নির্মম হলে বেহেস্ত জোটে, কতটা বর্বর হলে বেহেস্তের আরাম আয়েশ জোটে, ভাবলে শিউরে উঠি।
মা-কুকুরটির কান্না যাকে না কাঁদায়, তাকে মানুষের কাতারে ফেলি না।”