কলকাতা : সিপ আব্যাকাস ইন্টারন্যাশনাল প্রডিজি – ২০২৪ কলকাতায় প্রথমবার। সেইসঙ্গে এই বছর ২১তম বর্ষ উদযাপিত হল এই প্রতিযোগিতার। প্রসঙ্গত ঐতিহ্যপূর্ণ প্রতিযোগিতা চারবার – লিমকা বুক অফ রেকর্ডসের স্বীকৃতি লাভ করেছে। বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে রবিবার দেশের ২৩ টি রাজ্যের পড়ুয়াদের যোগদানে সাফল্য মিলেছে বলে দাবি করেছেন উদ্যোক্তারা।
ভারত ছাড়া অন্য প্রতিযোগী দেশগুলি হল – শ্রী লঙ্কা, দুবাই, অস্ট্রেলিয়া, ফিলিপাইন্স, বাহরিন, তানজেনিয়া, বাংলাদেশ, নিউজিল্যান্ড, নিউ জার্সি, আমেরিকা ও নেপাল। এই ব্যতিক্রমী প্রতিযোগিতায় ৬ থেকে ১৪ বছরের বাচ্চারা অংশগ্রহণ করে। ১১মিনিটে প্রায় ৩০০ টি জটিল গাণিতিক সমস্যা সমাধান করার অভূতপূর্ব চ্যালেঞ্জ গ্রহণ করে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, কলকাতার ভারপ্রাপ্ত অধিকর্তা ড. শৈবাল চট্টোপাধ্যায়। তিনি বলেন, শৃঙ্খলার মাধ্যমেই বড় হয়ে উঠবে ভবিষ্যৎ প্রজন্ম। অনেক কঠিন সমস্যার সমাধান একমাত্র শৃঙ্খলার মাধ্যমেই সম্ভব করে তোলা যায় এবং তা বাইরে থেকে চাপিয়ে দেওয়া যায় না। এস আইপি একাডেমি ইন্ডিয়া এবং ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর দিনেশ ভিক্টর এ প্রসঙ্গে বলেন, সাফল্য সুনিশ্চিত।
প্রতিটি প্রতিযোগীই একজন বিজয়ী। তাদের সকলেই যে নিষ্ঠা সহকারে অনুশীলনে প্রতিশ্রুতিবদ্ধ। সেই সাফল্য অন্যদের সঙ্গে তুলনীয় নয়। প্রসঙ্গতঃ গত বছর এই অনুষ্ঠান বিদেশের মাটিতে শ্রীলঙ্কাতে হয়। এবছর দেশের মাটিতেই পূর্বাঞ্চলে তথা কলকাতায় আয়োজিত হল। ২০ হাজারেরও বেশি শিক্ষার্থী, অভিভাবক এবং এসআইপি আব্যাকাস প্রশিক্ষক এবং কর্মীবৃন্দের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে এই কর্মকান্ড। উল্লেখ্য, সুদূর চেন্নাইতে রয়েছে সংস্থার সদর দফতর।