প্রথম গেম ড্র, প্রজ্ঞানন্দ-কার্লসেন দ্বৈরথের ফয়সালা কাল

কয়েক দিন আগেই ১৮তম জন্মদিন পালন করেছেন ভারতের তরুণ গ্র্যান্ড মাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ। FIDE বিশ্বকাপ দাবার ফাইনালে বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে খেলছেন প্রজ্ঞানন্দ। এর আগে বেশ কয়েক বার কার্লসেনকে হারিয়ে বিশ্ব দাবায় সাড়া ফেলে দিয়েছেন ভারতের এই তরুণ দাবাড়ু। ফাইনালে প্রথম ক্লাসিকাল গেমটি ড্র হল। সাদা ঘুঁটি নিয়ে খেলছিলেন প্রজ্ঞানন্দ। ৩৫ মুভেও গেম অমীমাংসিত থাকে। আজারবাইজানে হচ্ছে বিশ্বকাপ ফাইনাল। বিশ্বের এক নম্বর দাবাড়ুকে সমানে সমানে টক্কর দিলেন প্রজ্ঞানন্দ। কার্লসেন বহু ক্ষেত্রেই একটা চাল দিতে অনেকটা সময় নিয়েছেন। কিন্তু গেমের ফয়সালা হয়নি। ৩৫ মুভের পর ড্র-য়ে সম্মতি। কাল দ্বিতীয় গেমে ম্যাগনাস কার্লসেন সাদা ঘুঁটি নিয়ে খেলবেন। এ দিনের খেলা শেষে ভারতীয় দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ বলেন, ‘আমার মনে হয় না, ম্যাচে কোনও মুহূর্তে চাপে ছিলাম।’ সাদা ঘুঁটিতে বুধবার কিছুটা অ্যাডভান্টেজ থাকবেন কার্লসেন। দ্বিতীয় ক্লাসিকাল গেমেই ফয়সালা হবে। প্রজ্ঞানন্দ আরও বলছেন, ‘রুদ্ধশ্বাস লড়াই হবে। নিঃসন্দেহে কার্লসেন মরিয়া চেষ্টা করবে জেতার। আমি আপাতত বিশ্রাম করব। কাল আরও তরতাজা হয়ে বসব। এর চেয়ে বেশি আপাতত কিছু করার নেই।’ পেটের গণ্ডগোলে সমস্যায় ম্যাগনাস কার্লসেন। মানসিক ও শারীরীক ভাবে ভালো জায়গায় ছিলেন না, এমনটাই জানালেন বিশ্বের এক নম্বর। কার্লসেন বলছেন, ‘সাধারণত একটা দিন বিশ্রাম পাওয়ায় আমার খুবই ভালো পরিস্থিতিতে থাকার কথা ছিল। যদিও গত কয়েকটা দিন আমার একেবারেই ঠিকঠাক কাটছিল না। পেটের গণ্ডগোলে ভুগছি।’ ফাইনালের পথে বিশ্বের তিন নম্বর ফ্যাবিয়ানো করুয়ানাকে হারিয়েছেন প্রজ্ঞানন্দ। এ বার লক্ষ্য এক নম্বরকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া। দেশের দ্বিতীয় দাবাডু হিসেবে বিশ্বকাপ ফাইনালে জায়গা করে নিয়েছেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। ভারতীয় দাবার কিংবদন্তি বিশ্বনাথন আনন্দের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণের অপেক্ষায় প্রজ্ঞানন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =