কলকাতা : কলকাতা পৌরনিগমের মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে অর্থ আদায়ের চেষ্টা করা হয়েছে।
এ বিষয়ে প্রশ্ন করা হলে, ফিরহাদ হাকিম স্পষ্ট জানান, তার কাছে এখনো এ ধরনের কোনো তথ্য পৌঁছায়নি। তিনি বলেন, “আমার কাছে এবিষয়ে কোনো খবর নেই। যদি ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ থাকে, তাহলে আমাকে জানানো উচিত ছিল। আমি নিজেই তদন্তের ব্যবস্থা করতাম। তবে আমার কাছে যদি কোনো অভিযোগ না আসে, তাহলে আমি তাকে কীভাবে সরাবো?”
মন্ত্রী আরও বলেন, অভিযোগ যথাযথ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েনি বলে তিনি উল্লেখ করেন। অন্যদিকে, কালীচরণ বন্দ্যোপাধ্যায় এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি।