সিবিআই রেইড নিয়ে ফেসবুকে গর্জে উঠলেন ফিরহাদ কন্যা

সিবিআই-ইডির এই রেইড নিয়ে সামাজিক সম্মানহানির কথা আগেই বলতে শোনা গেছে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে। এবার সেই একই সুর শোনা গেল মন্ত্রীকন্যা প্রিয়দর্শিনী হাকিমের পোস্টেও। রবিবার তিনি প্রশ্ন তুলে জানতে চান, ‘আমাদের প্রমাণ করার কিছুই নেই। তবে যে সামাজিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হল তাঁর দায় নেবে কে?’

রবিবার সকালে চেতালায় ফিরহাদ হাকিমের বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকরা। প্রথমে কারও প্রবেশ নিষিদ্ধ থাকলেও পরে ভিতরে ঢোকেন মন্ত্রীর বড় মেয়ে প্রিয়দর্শিনী হাকিম। কয়েক ঘণ্টা পর ফেসবুকে পোস্ট করেন তিনি। লেখেন, ‘আমি আগেও বলেছি, এখনও বলছি। আমরা কোনওভাবে ভীত নই এই ধরনের রেড অথবা তল্লাশির ক্ষেত্রে। আমরা কোনও কিছু লুকিয়ে রাখতে চাই না।” ক্ষুব্ধ মন্ত্রী কন্যার প্রশ্ন,  ‘শুধুমাত্র সামাজিকভাবে অপমান করা এবং মানুষকে অনৈতিকভাবে হেনস্থা করা এই ধরনের তল্লাশির অর্থ কী? কী কারণে অনৈতিকভাবে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে?’ এরই পাশাপাশি সম্মানহানির আশঙ্কা করে প্রশ্ন তুলে প্রিয়দর্শিনী লেখেন, ‘সামাজিক সম্মান কি এভাবে থাকছে? পরিবারকে যে মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে সেটা কি আদৌ উচিত? এর দায় কে দায় নেবে? এই অনৈতিকভাবে তল্লাশি চালানোর পর কিছু না পাওয়া যায় তাহলে?’

প্রসঙ্গত, এর আগে ফিরহাদ হাকিমকেও একই প্রসঙ্গে এই একই কথা বলতে দেখা গিয়েছিল। বলেছিলেন, ‘ইডি-সিবিআই রেইড কোনও ব্যাপার নয়। কিন্তু এত সামাজিক অসম্মান হয়। সংবাদমাধ্যম চ্যানেলে চালানো হয়। একজন মানুষ রাজনীতির সঙ্গে যুক্ত বলে তাঁকে চোরের স্ট্যাম্প লাগিয়ে দেওয়া হয় এটাতে সামাজিক অসম্মান হয়। হয়ত কিছুই পাওয়া যাবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =