এই পার্থদাকে চিনতাম না, জানালেন ফিরহাদ

শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তাঁর এই  গ্রেপ্তারির পর থেকেই তাঁর সঙ্গে দূরত্ব তৈরি করতে শুরু করে রাজ্যের শাসক শিবির। এবার পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে রাজ্যের মন্ত্রী তথা কলাকাত পুরসভার মেয়র জানান, ‘এই পার্থদাকে চিনতাম না। এই পার্থদা আমার কাছে নতুন। আমি বহু বছর পার্থদার সঙ্গে রাজনীতি করেছি। এটা কোনওদিন স্বপ্নেও ভাবতে পারিনি, টাকা নিয়ে কেউ চাকরি দেবে।’ একইসঙ্গে তিনি এও জানান, রাজ্যে নিয়োগের ক্ষেত্রে আর্থিক লেনদেনের যে অভিযোগ উঠছে তা কাম্য নয়। ‘টাকা নিয়ে চাকরি, যেটা আমরা দেখছি, সেটা আমাদের প্রত্যেকের কাছে লজ্জার।’উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের একের পর এক ছোট-বড়-মাঝারি মাপের নেতা গ্রেপ্তার হয়েছেন। তৃণমূল শিবির থেকে শুরু থেকেই অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে। বুঝিয়ে দেওয়া হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে কাউকে রেয়াত করা হবে না।

পাশাপাশি মন্ত্রী ফিরহাদ হাকিম এটাও স্পষ্ট করে দেন যে, দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে এইসবের মধ্যে কোনওভাবেই জড়িত নন, সেই কথাও স্পষ্ট করে দেন ফিরহাদ। বললেন, ‘সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। চাঁদে কলঙ্ক থাকতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও দাগ নেই। কাউকে বিশ্বাস করাটা ভুল নয়, কাউকে বিশ্বাস করাটা অন্যায় নয়। তিনি বিশ্বাস করেছিলেন, ঠকেছিলেন, ভরসা করেছিলেন। এত বড় অর্গানাইজেশন বিশ্বাস ছাড়া চলে না। আমরা আজীবন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি, থাকব। তিনি অন্যায় করতে পারেন না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − six =