সরকারি স্টিকার লাগানো গাড়িতে আগ্নেয়াস্ত্র,দুটি পৃথক ঘটনায় আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার মোট ৩ দুষ্কৃতী

বীরভূম: দুটি পৃথক ঘটনায় আগ্নেয়াস্ত্র সহ মোট তিন জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল বীরভূম পুলিশ। সরকারি অন ডিউটি লেখা গাড়িতে অস্ত্র সরবরাহ করার অপরাধে দুই দুষ্কৃতী গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত ১.৩০ মিনিটে সদাইপুর থানার বাঁধেরশোল গ্রামের সন্নিকটে বক্রেশ্বর ব্রিজের গাড়ি চেকিং করার সময় সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া দেখতে পান একটি চারচাকা গাড়ি যে গাড়িতে ‘অন ডিউটি, ওয়েস্ট বেঙ্গল’ লেখা ছিল। সেই গাড়িতে তল্লাশি করে একটি ওয়ান শাটার পাইপ গান এবং ২ রাউন্ড গুলি উদ্ধার হয়। পাশাপাশি ২ দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হল। তাঁরা শেখ মিজান (২৩) বাড়ি সিউড়ির কেন্দুয়া ফকিরপাড়া এবং শেখ রাজা (২৫) হাড়াইপুর ডাঙ্গালপাড়ায়। পুলিশ সূত্রে জানা যায়, তাঁরা স্বাধীনতা দিবসের প্রাক্কালে নাকা চেকিংয়ের সময় বাঁধেরশোল গ্রামের বক্রেশ্বর ব্রিজের কাছে তল্লাশি করে অস্ত্র সহ তাঁদের গ্রেপ্তার করা হয়। রবিবার তাঁদের সিউড়ি আদালতে তোলা হবে। যদিও তাঁরা আগে কোনো অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে সদাইপুর থানার পুলিশ।
অন্যদিকে, রামপুরহাটে ধৃতের নাম রকি দেবাংশী। তার বাড়ি বীরভূমের রামপুরহাট থানার মাসড়া গ্রামে। শনিবার রাত দেড়টা নাগাদ রামপুরহাট থানার ঝনঝনিয়া ব্রিজের কাছ তাকে গ্রেপ্তার করে রামপুরহাট থানার পুলিশ। ধৃতের কাছ থেকে একটি ওয়ান শাটার দেশি পিস্তল ও একটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ধৃতকে জেরা করে পুলিশ জানতে পারে পিস্তল ও গুলিটি বিক্রি করার উদ্দেশ্যে সে নিয়ে এসেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + twelve =