ফের অগ্নিকাণ্ড শহরে, শিয়ালদার জনবহুল এলাকায় আগুন

ফের অগ্নিকাণ্ড শহরে। শিয়ালদার জনবহুল বাজার এলাকায় আগুন লাগে মঙ্গলবার রাত ৮ টা ৪৫ মিনিট নাগাদ। স্থানীয় সূত্রে খবর, শিয়ালদার জগৎ সিনেমার পাশে রয়েছে একটি মার্কেট কমপ্লেক্সে। মঙ্গলবার রাত পৌনে ন’টা নাগাদ তারই পাঁচতলায় নজরে আসে আগুনের শিখা।পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। এদিকে আশপাশে রয়েছে প্রচুর দোকান। ফলে আগুন ছড়িয়ে গেলে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এদিকে আগুন লাগার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, ভিতর থেকে বিস্ফোরণের শব্দ আসছে। সিলিন্ডার বিস্ফোরণের শব্দ বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি উপস্থিত পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। ঘটনাস্থল পরিদর্শন করেন বিজেপির কাউন্সিলর সজল ঘোষও।
প্রসঙ্গত, বেশ বছর কয়েক আগে এই জগৎ সিনেমার পাশে সূর্য সেন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনায় অনেকের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 18 =