কলকাতা : ছুটির সকালে বজবজ শাখার সন্তোষপুর স্টেশনের পাশে আগুন আতঙ্ক! রবিবার সকালে আচমকাই আগুন লেগে যায় সন্তোষপুর স্টেশনের পাশে ঝুপড়িতে। স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের পাশে অগ্নিকাণ্ডের জেরে প্রায় ১০টি ঝুপড়ি ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও দমকলের ৪ টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের জেরে ব্যাহত শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেন চলাচল। প্রবল ভোগান্তির শিকার যাত্রীরা।
রবিবার সকাল সওয়া ৭ টা নাগাদ সন্তোষপুর স্টেশনের পাশে দাউদাউ করে জ্বলে ওঠে লেলিহান শিখা। রবিবার হওয়ায় যাত্রী সংখ্যা খুব বেশি না হলেও হালকা ভিড় ছিলই।
খবর দেওয়া হয় দমকলে। তবে ইঞ্জিন পৌঁছনোর আগেই আগুন ছড়িয়ে পড়ে। দাউদাউ করে জ্বলে ওঠে স্টেশন সংলগ্ন বসতি। শেষ পাওয়া খবর অনুযায়ী, কমপক্ষে ১০টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে।