যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভবনে আগুন, নিয়ন্ত্রণে এলেও আতঙ্ক

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাঁচ নম্বর গেটের কাছে একটি ভবনে আচমকা আগুন লাগল।  সোমবার ওই ভবনের তৃতীয় তলে আগুন লাগে। ঘটনাস্থলে যায় দমকলের দু’টি ইঞ্জিন। দুপুর ১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকে আগুন বলে অনুমান।

প্রসঙ্গত, ১৬-১৭ ঘণ্টা চেষ্টার পর রবিবার বিকেলে নিয়ন্ত্রণে আসে বারুইপুরের প্লাস্টিক কারখানার আগুন।কলকাতাতেও গত কয়েক দিনে  বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ২২ জুলাই কলকাতার নীলরতন সরকার হাসপাতালে আগুন-আতঙ্ক ছড়িয়েছিল। কার্ডিয়োলজি বিভাগের ক্যাথ ল্যাব থেকে ধোঁয়া দেখা গিয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গিয়েছিল দমকলের দু’ট ইঞ্জিন। এর আগে, কলকাতার অদূরে হাওড়ার মঙ্গালাহাটে আগুন লেগেছিল। আগুনে পুড়ে ছাই হয়ে যায় বহু কাপড়ের দোকান। অগ্নিকাণ্ডের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তার আগে কলকাতার পার্ক স্ট্রিট লাগোয়া এলাকার একটি রেস্তরাঁর রান্নাঘরে আগুন লেগেছিল রাজভবনের অদূরে বিবাদী বাগ চত্বরে টেলিফোন ভবনের কাছে একটি বহুতলে আগুনও লেগেছিল। গত মার্চ মাসে আগুন লেগেছিল দক্ষিণ কলকাতার দক্ষিণাপণে শাড়ির দোকানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =