অগ্নিকাণ্ড চেতলার বস্তিতে, পুড়ে ছাই তিনটি বাড়ি

কলকাতা: ফের অগ্নিকাণ্ড শহরের বুকে। বুধবার সকালে চেতলার লকগেট বস্তিতে আচমকাই আগুন লেগে যায়। জানা গিয়েছে, ওই বস্তির তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। দমকলের তিনটে ইঞ্জিন কয়েক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চেতলা লকগেট সংলগ্ন ১১৩ চেতলা রোডের বস্তিতে আগুন লাগে এদিন সকাল দশটার কিছু পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরে আসে দমকল।

জানা গিয়েছে, বস্তির তিনটি বাড়ির সর্বস্ব পুড়ে গেছে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে। তারপর গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ছড়িয়ে পড়ে ঘিঞ্জি এলাকায় পরপর বাড়িতে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানান, পুরসভার তরফে ক্ষতিগ্রস্তদের  সহযোগিতা করা হবে। যদিও স্থানীয়দের অভিযোগ, দমকলকে খবর দেওয়া হলেও তারা দেরি করে আসে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =