পার্ক স্ট্রিটে পার্ক সেন্টারের ক্য়াফেতে বিধ্বংসী আগুন

পার্কস্ট্রিটের পার্ক সেন্টারের একটি ক্যাফেতে বিধ্বংসী আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা আকাশ। গলগল করে ধোঁয়া বের হওয়ার সঙ্গে আগুনের ফুলকি বের হতে দেখা যায় ওই বিল্ডিংয়ের মাথা থেকে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল, পার্কস্ট্রিট থানা ও শেক্সপিয়ার সরণি পুলিশ। দমকলকারমীরা প্রথমেই চেষ্টা চালাচ্ছেন আগুন অ্যারেস্ট করার। এই মুহূর্তে দমকলের পাঁচটি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে। কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।

জানা যাচ্ছে, পার্ক স্ট্রিট ও ক্যামাকস্ট্রিটের সংযোগস্থল অ্যালন পার্কের ঠিক উল্টো দিকে আগুন লাগার ঘটনাটি ঘটেছে। এই এলাকাটি মূলত অফিস পাড়া হিসাবে পরিচিত। আশপাশে অনেক বহুতল রয়েছে। যেখানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন অফিস রয়েছে। এই আগুন লাগার খবর তাঁদের কানে পৌঁছতেই আতঙ্কিত অফিস কর্মীরা রাস্তায় নেমে আসেন। তবে যে বহুতলে আগুন লাগার ঘটনা ঘটেছে সেখানে কেউ আটকে নেই বলেই খবর।

যে ভবনটিতে আগুন ধরে গিয়েছে সেখানে টিন দিয়ে একটি ব্যারিকেড করা ছিল। প্লাস্টিকের এই টিন থাকার জন্য আগুন আরও দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে বলে খবর। তবে ভিতরের দিকে কী ধরনের সামগ্রী মজুত রয়েছে তা স্পষ্ট নয়। তবে দমকল কর্মীরা আগুন নেভানোর পাশাপাশি ভিতরে কোনও কর্মী আটকে রয়েছেন কি না সেই বিষয়টিও খতিয়ে দেখছেন। ইতিমধ্যেই অ্যালন পার্কের পাশ থেকে ক্যামাক স্ট্রিটের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচলের জন্য। এই ঘটনায় দমকল মন্ত্রী সুজিত বসু জানান, ‘একটা ঘটনা ঘটেছে। খবর আসার সঙ্গে সঙ্গে দমকলের পাঁচটি ইঞ্জিন সেখানে পাঠিয়েছি। দমকলের সিনিয়র অফিসাররা রয়েছেন। আমি নিজেও যাচ্ছি। আমার মনে হয় আগুন দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে।’

পার্ক স্ট্রিট অফিস পাড়ার কর্মীরা জানান, ‘আজ সকাল সাড়ে দশটা নাগাদ আগুন লাগে। ক্রমাগত আগুন বেড়েই চলেছে। অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা খুব আতঙ্কিত। এই গরমের মধ্যে বন্ধ রাখা হয়েছে বিদ্যুত সংযোগও।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + ten =